ক্রীড়া ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগে ডার্বির হাইভোল্টেজ ম্যাচে রাত সাড়ে ১০টায় ম্যানচেস্টার সিটির মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটি, সমান ম্যাচে ম্যানইউর সংগ্রহ ৪৭ পয়েন্ট।
প্রিমিয়ার লিগে সবশেষ ১৭ ম্যাচের ১৫টিতেই জিতেছে ম্যানসিটি। পয়েন্ট টেবিলের ব্যবধানেও রেড ডেভিলদের চেয়ে অনেক এগিয়ে গার্দিওলার শিষ্যরা। তবে ইতিহাদে ম্যানচেস্টার ডার্বিতে চারবার হেরেছেন স্প্যানিশ কোচ। ম্যানচেষ্টার ডার্বিতে সাম্প্রতিক পরিসংখ্যানেও এগিয়ে অতিথি দল। শেষ নয়টি ডার্বির মধ্যে ৭টি জিতেছে অতিথিরা। সে হিসেবে মর্যাদার ম্যাচে জয়ের আশা করতেই পারে রোনালদো ভক্তরা।
এছাড়া ম্যানসিটির মাঠে লিগ ও কাপ ম্যাচ মিলে সবশেষ তিনবারই জিতেছে রেড ডেভিল শিবির। সিটির চেয়ে পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও লিগে শেষ ৮ ম্যাচে অপরাজিত ম্যানইউ।