ক্রীড়া ডেস্ক :
ইপিএলে রাতের খেলায় ফুলহামকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। এ ম্যাচ জিতে ইপিএলের পয়েন্ট তালিকার সাতে উঠে এসেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।
ক্র্যাভেন কটেজে ম্যাচের ৪৪ মিনিটে অ্যান্টনি রবিনসন লালকার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় ফুলহাম। তবে পয়েন্ট তালিকার তলানিতে থাকা খর্বশক্তির ফুলহামের বিপক্ষে গোল করতে ভালোই বেগ পেতে হয়েছে ব্লুজদের।
ম্যাচের প্রথম ও একমাত্র গোলটি পেতে অপেক্ষা করতে হয়েছে ৭৮ মিনিট পর্যন্ত। চেলসির পক্ষে জয়সূচক গোলটি করেন ম্যাসন মাউন্ট।
মন্তব্য করুনঃ