আন্তর্জাতিক ডেক্সঃ
এক দিনে আফগানিস্তানের আটটি প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবান। এ নিয়ে দেশটির ৩৪ টি প্রদেশের মধ্যে ১৮ টির নিয়ন্ত্রণ নিল তারা।
স্থানীয় সময় শুক্রবার হেরাত ও কান্দাহার দখলের কয়েকঘণ্টা পরই কালাত, তেরেনকোট, পাল-ই-আলম, ফিরুজ কো, কালা ই নিউ ও লস্কর গাহ এর রাজধানীগুলির নিয়ন্ত্রণ নেয় তারা। তালেবানের সাথে তুমুল যুদ্ধের এক পর্যায়ে বেশ কয়েকজন আফগান সেনা প্রতিবেশী দেশ ইরানে পালিয়ে গেছে বলে দাবি করেছে দেশটির সরকার।
এদিকে আফগানিস্তান গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে বলে আশঙ্কা করছে যুক্তরাজ্য। তালেবানের অগ্রযাত্রার মুখে ঘরবাড়ি ছেড়ে পালানোয় মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের কয়েকটি সংস্থা। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে সীমানা খুলে দেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মন্তব্য করুনঃ