বিজয়ে মুজিব তুমি মোঃ মাহাবুল্লাহ হাসান

কবিতা

জীবনযাপন

বিজয়ে মুজিব তুমি

মোঃ মাহাবুল্লাহ হাসান

জন্ম তোমার কর্মে মর্ম
অভেদ তুমি জন।
অবোধ তুমি ছাত্রনেতা,
দৃষ্টি কারে কোণ।

জনন তোমার স্বজাত্ব্য নেহ,
আগতি করাল দেশ।
মুজিব তুমি, নির্বাক তুমি,
রইলা তপ বেশ।

“৪৭” এর দেশভাগে অমান্য সেই মন।
“৫২” এর অনণ কালে ,অভীক তুমি জন।
“৬৬”তে মুক্তির সনদ, “৭০” এ জন।
“৭২” এর রত্ন তুমি, মুজিব তুমি জন।
৭ই মার্চের বর্জের স্বরে অপ্রতিভ বহুজন।
১০ই এপ্রিল রাষ্ঠ নেতা,অভ্যাগত সেই জন।

“১৬”তে মুত্তির দিশায়, গড়লা স্বাধীন বাড়া।
সোনার ছলে সোনার সাধ, করলা তুমি সারা।
“২৩” বৎসরের ইতিহাসে অভীক তুমি জন,
নিধন তব অতত নেতা, তুমি অপাপ জন।

উৎসর্গঃ – ৭ই মার্চের ভাষন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরণে রচিত।।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য করুন :