স্টাফ রিপোর্টারঃ
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নওগাঁর নজিপুর পৌরসভার ভোটগ্রহন শুরু হয়। চলবে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত। কুয়াশা আর ঠান্ডার কারণে ভোটার উপস্থিতি একটু কম ছিলো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী রেজাউল কবির চৌধূরী ও বিএনপির মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও কাউন্সিলর পদে ৩৫ জন ও ১২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
নজিপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ১৬ হাজার ৯৯৭ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ২১৫ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৭৮২ জন। নির্বাচনি এলাকায় পুলিশ, বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম মোতায়েন রয়েছে।