মোঃ ইসরাফিল হোসেনঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকা হতে ০৩-০৮-২০২২ খ্রিঃ তারিখ ১৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানার এএসআই(নিঃ) মোঃ মাহাবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানাধীন বাগজানা (কামারপাড়া) গ্রামস্থ ধৃত আসামী শ্রীমতি লক্ষীরাণী কর্মকার এর বসত বাড়ীর ভিতর আঙ্গীনা হতে ১৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার পূর্বক ১. শ্রীমতি লক্ষীরানী কর্মকার (৪৭), স্বামী-শ্রী সুরেন হাজদা ,স্থায়ী: গ্রাম-বাগজানা (কামারপাড়া), উপজেলা/ থানা- পাঁচবিবি, জেলা -জয়পুরহাট ২. শ্রী দিলিপ কর্মকার (৩৫), পিতা-মৃত কাশিনাথ কর্মকার ,স্থায়ী: গ্রাম- বাগজানা (কামারপাড়া), উপজেলা /থানা- পাঁচবিবি, জেলা -জয়পুরহাট ৩. শ্রী রঞ্জিত টপ্প (৩০), পিতা-মৃত রানঠু টপ্প ,স্থায়ী: গ্রাম- বাগজানা (বটতলা মোড়) , উপজেলা/ থানা- পাঁচবিবি, জেলা -জয়পুরহাট ৪. শ্রী সোমা টপ্প (৪০), পিতা-মৃত রানঠু টপ্প ,স্থায়ী: গ্রাম- বাগজানা(বটতলা মোড়), উপজেলা/থানা- পাঁচবিবি, জেলা -জয়পুরহাট ৫. মোঃ ইমরান হোসেন (২৬), পিতা-মোঃ রাশেদ আলী ,স্থায়ী: গ্রাম- শেকটা (ডাঙ্গাপাড়া), উপজেলা/থানা- পাঁচবিবি, জেলা -জয়পুরহাটদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী শ্রীমতি লক্ষীরানী কর্মকার এর বিরুদ্ধে পূর্বের ০২টি মাদকের মামলা ও আসামী শ্রী দিলিপ কর্মকার এর বিরুদ্ধে পূর্বের একটি মাদকের মামলা রয়েছে।

22