স্টাফ রিপোর্টারঃ
আন্তঃজেলা শীর্ষ ডাকাত সানোয়ার হোসেনকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গয়েন্দা পুলিশ (ডিবি)।আজ মঙ্গলবার সকালে নওগাঁর ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।জয়পুরহাট গয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।সানায়োর হোসেন নওগাঁর ধামইরহাট উপজেলার দিলালপুর গ্রামের ওসমান আলীর ছেলে।ওসি) শাহেদ আল মামুন জানান, সানোয়ার সংঘবদ্ধ ডাকাত দলের সরদার তিনি দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলাসহ পার্শ্ববতী নওগাঁ, বগুড়া, দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিলালপুর এলাকা থেকে সানায়োর হোসেনকে গ্রেফতার করা হয়।ওসি আরো জানান, সানায়োর হত্যা, অস্ত্র, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামী।