আন্তর্জাতিক ডেক্সঃ
ক্যাপিটলে হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা না হলে তিনি আবারও এ ধরনের ঘটনা ঘটাতে পারেন বলে মন্তব্য করেছেন, ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে চলা অভিশংসনের তৃতীয় দিনের শুনানিতে এ মন্তব্য করেছেন তারা।
এদিন ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন তথ্য-প্রমাণ উপস্থাপন করছেন ৯ আইন প্রণেতা। এই আইনপ্রণেতাদের সবাই ডেমোক্র্যাট দলের সদস্য। আজ ট্রাম্পের পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরবেন।
এর আগে, বুধবার দ্বিতীয় দিনে ক্যাপিটলে সহিংসতা সংক্রান্ত ট্রাম্পের ভাষণ, টুইট বার্তা এবং দাঙ্গার ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে উপস্থাপন করে অভিশংসন কমিটি। মঙ্গলবার এ বিচার প্রক্রিয়ার সাংবিধানিক বৈধতার বিষয়ে ভোটের পর প্রথম দিনের বিচার বসে।
মন্তব্য করুনঃ