রাজশাহী টাইমস ডেক্সঃ
ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্টের টাকা গরমিল ও ৪ কোটি টাকা উধাও। এ ঘটনায় বংশাল শাখার ক্যাশ ইনচার্জসহ দুই কর্মকর্তাকে পুলিশে দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ জুন) সকালে বংশাল থানার ডিউটি অফিসার মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। ভল্টের টাকা উধাও হওয়ার ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ যে দু’জনকে পুলিশ দিয়েছে তারা হলেন- রিফাত ও ইমরান।
ব্যাংকের অভ্যন্তরীণ অডিটে টাকার গরমিলের বিষয়টি নজরে আসে। গরমিলে জড়িত থাকার অভিযোগে ক্যাশ ইনচার্জের বিরুদ্ধে ৫৪ ধারায় প্রাথমিকভাবে থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ তাদের আটক করে। এরমধ্যে কোর্টে চালান করা হয়েছে।
এ বিষয়ে, বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। বিষয়টি নিয়ে ঢাকা ব্যাংকের জনসংযোগ বিভাগ এবং এমডির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।