স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয় বিভিন মামলার গ্রেফতারী পরোয়ানার ভুক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করেছে । উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাণীনগর থানা পুলিশ তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।রাণীনগর থানার ওসি শাহিন আকদ জানান, বিভিন্ন মামলারগ্রেফতারী পরোয়াভুক্ত পলাতক আসামীদর ধরতে উপজেলা জুড়ে জোরালো অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার কাশিমপুর চারাপাড়া গ্রামর মৃত আকবর আলীর ছেলে শফাদুল ইসলাম (৫০), একই গ্রামর বাবুর ছেলে বিদ্যুৎ হোসেন (২৫) ও ভবানীপুর গ্রামের বাঘার ছেলে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার সকাল আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুনঃ