স্টাফ রিপোর্টারঃ
নাটোরের পৃথক দুটি অভিযানে আড়াই কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।
সিপিসি-২ নাটোর র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫ এর একটি দল সদর উপজেলার তেলকুপি এরাকায় অভিযান চালায়। এ সময় এক কেজি গাঁজাসহ উপজেলার মদনহাট পূর্বপাড়া গ্রামের মামুন সরকারকে (৩০) গ্রেফতার করা হয়। এ বিষয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আর সন্ধ্যা ৬টার দিকে সিপিসি-২ নাটোর র্যাব ক্যাম্পের আরেকটি দল সিংড়া পৌর এলাকার বালুয়া বাসুয়া মহল্লায় অভিযান চালায়। এ সময় এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ উপজেলার মাদারীপুর গ্রামের এসএন সাগর ওরফে আল মামুনকে (৩০) গ্রেফতার করে। এ ঘটনায় সিংড়া থানায় মামলা করা হয়েছে।