মোঃ ইসরাফিল হোসেনঃ
পাবনায় ৩০ কেজি ওজনের গাঁজার গাছসহ ১ জনকে আটক করেছে পুলিশ। পাবনা জেলা কে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশনায় সাঁথিয়া থানার এসআই ফারুক সরকার, এসআই সজিবুল করিম, এএসআই আলী আকবর, এএসআই ইজাজুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সাঁথিয়া থানাধীন নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের মোহাম্মদ খবির মোল্লা(৪৫),পিতা- মৃত জুলমত মোল্লা এর বাড়ির পিছনে সযত্নে লালন করা অবস্থায় ছোট-বড় মোট পাঁচটি গাঁজার গাছ উদ্ধার করেন ।
গাঁজার গাছ লালন পালনকারী আসামী মোহাম্মদ খবির মোল্লা(৪৫), পিতা -মৃত জুলমত মোল্লা, গ্রাম -সোনাতলা (হারিয়া ক্যানাল পাড়া )থানাঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা কে গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত গাজার গাছগুলোর ওজন ৩০ (ত্রিশ) কেজি।
মন্তব্য করুনঃ