ঘটনাঃ গত ইং ২৭/০১/২০২৩ তারিখে পাবনা থানাধীন দোহারপাড়া কেন্দ্রীয় জামে সামজিদের সামনে মোঃ আহম্মেদ আলী মুন্সি, পিতা-মৃতঃ জনাব আলী মুন্সি, সাং-দোহার পাড়া, থানা ও জেলাঃ পাবনার ব্যবহৃত একটি বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং-DHXCML34718, চেসিস নং-PSUA11CY6MPB90607 মোটরসাইকেলটি রেখে মসজিদে নামাজ পড়তে গেলে একই তারিখ দুপুর অনুমান ০১.৪০ ঘটিকা হইতে দুপুর ০২.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা উক্ত মোটরসাইলটির ঘাড় লক কৌশলে খুলিয়া চুরি করিয়া লইয়া যায়।পরবর্তীতে উক্ত চুরির ঘটনায় পাবনা সদর থানার এফআইআর নং-১১, তারিখঃ ০৮ ফেব্রুয়ারি, ২০২৩ ইং ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ রুজু হয়।
ভিডিও ফেসবুক: পাবনারয় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য ৭ টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার।
ভিডিও ইউটিউব: পাবনারয় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য ৭ টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার।