শাহাদত হোসাইন, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯মার্চ) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরো বাচ্চু।
উপজেলার ৬ নং জিউপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ধোপাপাড়ার যুবকরা এই প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। গতকাল প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করেছিলেন বানেশ্বর ফুটবল একাদশ ও তাহেরপুর জামগ্রাম ফুটবল একাদশ এর খেলোয়াড়রা। উদ্বোধনী ম্যাচে বানেশ্বর কে ট্রাইবেকারে হারিয়ে এক ধাপ এগিয়ে যায় তাহেরপুরের জামগ্রাম একাদশের খেলোয়াররা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিএম হিরা বাচ্চু, চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ। মোঃ শামীম, সাধারণ সদস্য ৫ নং ওয়ার্ড। আরজুল্লাহ শেখ (ঝাটু), সভাপতি ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ। মোহাম্মদ কাবিল হোসেন, যুবলীগ সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ। মোখলেছুর রহমান, (সাবেক) সাধারণ সদস্য ৫ নং ওয়ার্ড।
মোহাম্মদ কাজিম উদ্দিন (কাজী), ধোপাপাড়া হাট ইজারাদার। আলতাব হোসেন, আরিফুল ইসলাম (আরিফ), জাফর আলী, বাপ্পি, অন্তর, রেফারি আলমাস হোসেন সহ। আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জেএম হীরা বাচ্চু বলেন, বর্তমান যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। বিশেষ করে আমি ফুটবল খেলাকে খুব ভালোবাসি। যুবকদের খেলা ধোলার মধ্যে যুক্ত করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। যাতে করে এই যুবসমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পায় এবং বাংলাদেশে আবারো খেলাধুলা আগের মত ফিরে আসে।