স্টাফ রিপোর্টারঃ
বগুড়া শহরের ফুলতলি এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকালে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান ফোরকান।
পুলিশ জানায়, নিহত ফোরকান হত্যাসহ একাধিক মামলার আসামি। গতকাল রাতে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ফোরকানের ওপর হামলা হয়েছে।
এদিকে ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
মন্তব্য করুনঃ