সুনামগঞ্জ থেকে,আমির হোসেন:
মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের সংঘবদ্ধ করে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় জাগো শীর্ষক স্লোগানে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব গভ:-রেজিঃ নং – ৯৮৭৩৬/১২) এর সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা শাখায় বাংলাদেশ প্রেস ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সদস্য, আহ্বায়ক ও উদ্যোক্তা সাংবাদিক এম মাহফুজুর রহমান সজীব এর প্রস্তাবনায় সাংবাদিক মোঃ শফিক আহমেদ কে উক্ত শাখায় উদ্যোক্তা ও আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।
প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মোঃ ফরিদ খান স্বাক্ষরিত একটি চিঠি,গত বৃহস্পতিবার (২ মার্চ) রাতে বাংলাদেশ প্রেস ক্লাবের অফিসিয়াল ফেইসবুক আইডিতে পোস্ট করেন এবং ই-মেইল পাঠানো হয়েছে, প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মোঃ ফরিদ খান, সাংবাদিক শফিউল আলম কে উদ্যোক্তা ও আহ্বায়ক মনোনীত করেন।
উল্লেখ্য যে, সাংবাদিক শফিউল আলম জাতীয় দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে বাংলাদেশ প্রেস ক্লাব এর বিশ্বম্ভরপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় হচ্ছে: তার মোবাইল নম্বর +৮৮০১৭২৪৭৫৪৪৯৬
এছাড়াও গত ২৮ শে ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মোঃ ফরিদ খান বলেন সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি উপস্থিত সকল সদস্যকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ঘোষণা করেন এই সময় প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে স্বীকৃতি পান এম মাহফুজুর রহমান সজীব, মোসারফ হোসেন লিটন, তাজুল ইসলাম তারেক, শফিউল আলম, মোঃ আঃ মান্নান, ইনতেয়াজ সুমন সহ মোট আট জন।
বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও উদ্যোক্তা সাংবাদিক এম মাহফুজুর রহমান সজীব বলেন, সাংবাদিক শফিউল আলমের সুন্দর ভবিষ্যৎ কামনা করি।
এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সহ সাংগঠনিক ও প্রতিষ্ঠাতা সদস্য