স্টাফ রিপোর্টারঃ
নওগাঁ শহরের উপকণ্ঠে কাঁঠালতলী বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লেগে নওগাঁ ও সান্তাহার পৌর শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগবে, তা এখনও বলতে পারছে না বিদ্যুৎ বিভাগ। শুক্রবার ভোরে বিদ্যুৎ উপকেন্দ্রটির কন্ট্রোল রুমে আগুন লাগে। পরে সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এরপর থেকে নওগাঁ ও সান্তাহারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানায়, কিভাবে উপকেন্দ্রে আগুন লেগেছে ও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন নেসকোর কর্মীরা। তাদের সহায়তায় যোগ দেবে রাজশাহীর নেসকোর বিশেষজ্ঞ দল।
মন্তব্য করুনঃ