হিসাব নেয়া হয়ে গেছে। একদল মানুষ হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করার অনুমুতি পেয়ে গেছে। আরেকদল মানুষের নেয়া হয়েছে সহজ হিসাব। এবং তৃতীয় দলের মানুষদের কড়ায় গন্ডায় হিসাব নেয়া হয়েছে। পরবর্তী ধাপ – মীযানে প্রত্যেকটি আমল মেপে দেখা..
মন্তব্য করুনঃ