রাজশাহী টাইমস ডেক্সঃ
নারায়ণগঞ্জে ‘মৃত’ কিশোরীর ফিরে আসার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি হতে পারে আজ। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ৬ই জানুয়ারি নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দেয়া প্রতিবেদন হাইকোর্টের ওই বেঞ্চে দাখিল করা হয়। বিচার বিভাগীয় তদন্তে পুলিশ হেফাজতে থাকাবস্থায় আসামিদের মারধর, ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে স্বীকারোক্তি দিতে বাধ্য করার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নারায়ণগঞ্জের ওই ঘটনাটি নজরে আনা হলে গত বছর ২৪শে সেপ্টেম্বর এক আদেশে বিচারিক তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।
কিশোরীর বাবার করা মামলার নথি, বর্তমান ও আগের দুই তদন্ত কর্মকর্তাকে গত ২৭শে আগস্ট এক আদেশে ১৭ই সেপ্টেম্বর হাজির হতে তলব করেছিল হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে দুই কর্মকর্তা হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা ও নথিপত্র দাখিল করেন।