রাজশাহী টাইমস ডেক্সঃ
রমজান উপলক্ষে টিসিবির মাধ্যমে স্বল্প আয়ের এক কোটি পরিবারকে চিনি, পেঁয়াজ, তেল ও ডাল ভর্তুকী মূল্যে দেয়া শুরু হয়েছে আজ থেকে। চলবে ২৪শে মার্চ পর্যন্ত।
দ্বিতীয় ধাপে এই কার্যক্রম শুরু হবে ২৭শে মার্চ থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত দেয়া হবে।
রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন ১৫০টি ট্রাকে পণ্য বিক্রয় করা হচ্ছে। ১ম পর্বে প্রতিটি ট্রাকে সয়াবিন তেল বরাদ্দ থাকছে ৫০০ থেকে ১০০০ লিটার, মসুর ডাল ৫০০ থেকে ১০০০ কেজি, একই পরিমাণ চিনি ও পেঁয়াজ দেয়া হচ্ছে।
এছাড়া, ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও কেজি ৩০ টাকা দরে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
একই ব্যক্তি যেন বার বার পণ্য না নিতে পারে এবং আইনশৃঙ্খলা ঠিক রাখতে এবার পুলিশের উপস্থিতিতে রাজধানীর দুই সিটি করপোরেশন এবং বরিশাল শহরে ট্রাকে পণ্য বিক্রি করছে টিসিবি।