লিয়াকত হোসেন রাজশাহীঃ
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় বিশেষ কায়দায় মাদক পরিবহনের সময় এক মহিলা মাদক ব্যাবসায়ীকে ৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলো মোছা: সায়মা খাতুন (২৮)। সে রাজশাহী পবা উপজেলার কর্ণহার থানাধীন মোল্লা ডাইং এলাকার মো: হবু মিয়ার মেয়ে।
থানা সুত্রে জানা যায়, গত ২৬ মে দুপুর সোয়া ২ টায় কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে মহিলা মাদক ব্যাবসায়ী সায়মা খাতুনকে গ্রেফতার করে।
এসময় মহিলা পুলিশ দিয়ে তল্লাশী করে আসামির শরীরের বিভিন্ন জায়গা হতে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মাসুদ পারভেজ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।