রাজশাহী টাইমস ডেক্সঃ
রাজশাহীতে হঠাৎ করেই বেড়েছে শীতের তীব্রতা। আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রী সেলসিয়াস।
এ তাপমাত্রাকে মৃদু শৈত্যপ্রবাহ বলছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক গাওসুজ জামান বলেন, গত মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯.৮ ডিগ্রী সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা আরো কমতে পারে বলেও জানান তিনি।
এদিকে শীতের তীব্রতা বাড়ায় বেড়েছে মানুষের দুর্ভোগ। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
মৌসুমের সর্বোনিম্ন তাপমাত্রা ছিলো গত ২৯ ডিসেম্বর ৭.৭ ডিগ্রী সেলসিয়াস।
মন্তব্য করুনঃ