লিয়াকত হোসেন রাজশাহীঃ
গত মঙ্গলবার রাত্রি ৭.৫০ মিনিটের সময় রাজশাহী বাঘা উপজেলার সাগরপাড়া এলাকায় র্যাব-৫ এর একটি অপারেশন দল অভিযান পরিচলনা করে ০২ টি ওয়ান শুটারগানসহ এক অস্ত্র ব্যাবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি হলো, মোঃ রাকিবুল ইসলাম @ শান্ত (২৮)। সে পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ছোট ধাসাস এলাকার বাদশা মিয়ার ছেলে।
ঘটনা সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন গোকুলপুর গ্রামের আম বাগানের মধ্যে ০১ জন সন্দেহভাজন ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলেপালানোর চেষ্টা করে এসময় তাকে ঘটনাস্থ থেকে আটক করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে, বাঘা থানায় ধারা অনুযায়ী মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।