স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর দাশপুকুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১০ জন।
সংঘর্ষে নিহতরা হলেন, মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও জয়নাল আবেদীন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দীন ও বিএনপি নেতা শফিকুল ইসলামের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
মন্তব্য করুনঃ