রাজশাহী ব্যুরোঃ
(০৫ অক্টোবর) মঙ্গলবার ১২.৪৫ মিনিটের সময় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন নামাজগ্রাম এলাকার শ্রী শ্রী দূর্গামাতা মন্দির সংলগ্ন জায়গায় অভিযান পরিচালনা করে ৪২,৫০০/- জাল টাকাসহ মোঃ আজমির হাসান হারানকে আটক করা হয়।
আটককৃত আসামি চন্দ্রিমাধীন (২৬ নং ওয়ার্ড) মেহেরচন্ডী এলাকার শফিকুল ইসলামের ছেলে।
ঘটনা সুত্রে জানা যায়- গোপন তথ্যের ভিত্তিতে মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান পরিচলনা করে তার পরিহিত ট্রাউজার প্যান্টের বাম পকেটে জাল টাকা আছে যা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে বলে জানিয়েছেন এই জালনোট চোরাচালান সিন্ডিকেট এর সদস্য আজমির হাসান হারান।
উক্ত জব্দ তালিকায় বর্ণিত আলামত বাংলাদেশী টাকার কথিত জাল নোট (৫০০ঢ৮৫)=৪২,৫০০/-(বিয়াল্লিশ হাজার পঁাচশত) টাকা যাহার গায়ে বাংলাদেশ ব্যাংক, পঁাচশত টাকা সহ অনেক কিছু লেখা আছে উদ্ধার করে। আসামীর বিরুদ্ধে পুঠিয়া থানায় স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ এর ২৫-অ ধারায় মামলা রুজু করা হয়েছে।