নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ৫০০ বোতল বা ১৮৭.৫ লিটার চোলাইমদসহ মোঃ হাসিবুল হাসান (২৮) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (১ নভেম্বর) রাত সোয়া ৮টায় মহানগরীর রাজপাড়া থানাধীন সিলিন্দা বাঁশের আড্ডাস্থ আরিশা টাইলস্ এন্ড স্যানিটারী দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বাজে কাজলা (ফুল তলা মোড়, ২৮নং ওয়ার্ড) গ্রামের মোঃ মহির আলীর ছেলে মোঃ হাসিবুল হাসান।
অভিযান পরিচালনা করেন স্কোয়াড কমান্ডার ফ্লাইট লেঃ মোঃ মারুফ হোসেন খান এর নেতৃত্বে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ২৪(গ) ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।