র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে ১১৫ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে ১১৫ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী

মোঃ ইসরাফিল হোসেনঃ

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে ১১৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার; মটরসাইকেল জব্দ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যা ব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

২। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ০৩ মার্চ ২০২৩ খ্রিঃ বিকেল ০৩.২৫ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন খোকসা মৌজাস্থ জনৈক শাহআলী মুন্সির বাড়ীর সামনে ওয়াবদা রোড (ক্রসবাধ) পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি মটরসাইকেল এবং ০২টি মোবাইল জব্দ করা হয়।

৩। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ আরিফুল ইসলাম(২২) পিতা-মৃত শেজাব, গ্রাম-রামাইল, থানা-ভূয়াপুর, জেলা-টাঙ্গাইল ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য করুন :