স্টাফ রিপোর্টারঃ
র্যাব-৫, সিপিসি-৩ এর অভিযানে ১৪ জন আটক। জয়পুরহাটে র্যাবের অভিযানে ৭ জন জুয়াড়ি এবং ৭ জন মাদকসেবী সহ মোট ১৪ জনকে আটক করেছে র্যাব।র্যাব-৫, সিপিসি-৩ জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এর নেতৃত্বে রবিবার বিকাল সাড়ে ৪ টার সময় অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন পৌর মোড় ও শ্রী কৃষ্টপুর গ্রাম হতে জুয়া খেলার সামগ্রী ও টাকাসহ মাদক সেবনরত অবস্থায় নওগাঁ ও জয়পুরহাট জেলার মোট ১৪ জনকে আটক করেছেন।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এবং প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ অনুসারে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুনঃ