সুনামগঞ্জ থেকে,আমির হোসেন
৭১ স্বাধীন বাংলা শ্রমিক ঐক্য পরিষদ ১৩৫ সদস্য বিশিষ্ট পুরুষ ও মহিলা পৃথক দুটি কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে৷ সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী এবং বিধি মোতাবেক শ্রমজীবী ভূমিহীনদের মধ্যে একটি বাড়ি ও একটি খামার চাই রূপকল্প বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি স্বতন্ত্র সংগঠন৷ সংগঠনের প্রতিষ্ঠা লগ্নে প্রধান উপদেষ্টায় ছিলেন সুনামগঞ্জ পৌরসভার জননন্দিত প্রয়াত মেয়র আয়ুব বখত্ জগলুল৷ উনার হাত ধরেই সংগঠনের পথচলা৷
আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে ৭১ স্বাধীন বাংলা শ্রমিক ঐক্য পরিষদ রঙ্গারচর ইউনিয়ন শাখা কমিটির অনুমোদন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। সুনামগঞ্জ পৌরসভার মেয়র কার্যালয়ে সংগঠনের ২৫০শ নেতাকর্মীদের উপস্থিতিতে কমিটির অনুমোদন পায়। কমিটিতে রঙ্গারচর ইউনিয়ন শাখা কমিটির পুরুষ সভাপতি নুরল ইসলাম এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। কমিটির মহিলা সভাপতি মস্তরা বেগম, সাধারণ সম্পাদক আয়েশা বেগম।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সজিব, সুনামগঞ্জ সড়ক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী আলী হোসেন, বিনোদ মন্ডল, ৭১ স্বাধীন বাংলা শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাশেম শাহ্, কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা শেখ জনতা বেগম, সিনিয়র সদস্য নজরুল ইসলাম, সুরমা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন, রঙ্গারচর ইউনিয়ন বনগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান সমুজ আলী, সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান আজিজ, রঙ্গারচর ২নং ওয়ার্ড কমিটি শাখার সহ-সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, সিনিয়র মোহাম্মদ শাজাহান মিয়া প্রমুখ।