স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ২ কেজি গাঁজাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা থেকে ফুলবর হোসেন (৪৮) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী ফুলবর হোসেন (৪৮) তাজপুর গ্রামের মৃত ছইমুদ্দিন মন্ডলের ছেলে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার চৌকশ অফিসার এসআই গোলাম মোস্তফা ও এএসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী ফুলবরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুনঃ