আগামী ২৪ মে তাহিরপুরের শাহিদাবাদ বার্ডার হাটটি চালু হবে

জাতীয়

সুনামগঞ্জ থেকে,আমির হোসেন :

তাহিরপুরে বর্ডার সংক্রান্ত চুড়ান্ত সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ২টায় সীমান্তের শাহিদাবাদে বর্ডার হাট পরিচালনা কমিটির যৌথ সভা অনুষ্টিত হয়। দু’দেশের অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট(এডিএম) পর্যায়ে শাহিদাবাদ হাট এলাকাতে বৈঠকটি অনুষ্টিত হয়েছে।

আগামী ২৪ মে তারিখে শাহিদাবাদ বার্ডার হাটটি চালু হবে মর্মে বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশ থেকে যে সকল পন্য বর্ডার হাট দিয়ে ভারতে যাবে সে সকল পণ্য হলো, প্রাণ আরএফএলের বিভিন্ন প্রকার পণ্য যেমন, চিপস, চানাচুর, বিভিন্ন প্রকার হাউজহোল্ড প্লাস্টিক পণ্য, ক্রোকারিজ পণ্য, বিভিন্ন রকমের জুস, আইস ললি, লিচু ড্রিংস, পোষাক ইত্যাদি। বিভিন্ন প্রকার সব্জি যেমন বেগুন আলু, মুলা, চাল কুমরা, সজিনা, ঢেরশ, বরবটি, ডাঁটা, মরিচ, বিভিন্ন প্রকার শাক সব্জি ইত্যাদি।

কমদামি লটের কাপড়, বাচ্চাদের প্যান্ট, থ্রি কোয়ার্টার, ট্রাউজার গেঞ্জি ইত্যাদি।
ভারত থেকে যে সকল পন্য বর্ডার হাট দিয়ে বাংলাদেশে আসবে পান, চকলেট, কসমেটিক্স, আপেল, আনারস, আঙ্গুর, কমলা। বিভিন্ন প্রকার মসলা, বিভিন্ন প্রকার বিস্কুট, কমদামী শাড়ি, থ্রি পিছ ইত্যাদি।

বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় হাই কমিশনার নিরাজ কুমার জিসওয়াল, মেঘালয় শিলং এর এডিএম জারার মোহন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা এডিসি একেএম আব্দুল্লাহ বিন রশিদ, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *