আমরাই ফ্রি ফেয়ার ইলেকশন করব,প্রশাসনের দরকার নেই :শামীম ওসমান

আমরাই ফ্রি ফেয়ার ইলেকশন করব,প্রশাসনের দরকার নেই :শামীম ওসমান

জাতীয়

রাজশাহী টাইমস ডেক্সঃ

নারায়ণগঞ্জে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, এ প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেছেন, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি প্রশাসনের কোনো দরকার নাই আমাদের। আমরা নিজেরাই একশ’তে একশ’ পার্সেন্ট ফ্রি ফেয়ার ইলেকশন করব।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুরে নির্বাচনী প্রচারণা চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় নিজের বুক ফাঁটা কষ্টের কথা প্রকাশ করেন তিনি। কান্না জড়ানো কণ্ঠে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস কর্মকাণ্ডের নিন্দা জানান শামীম ওসমান।

ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘উৎসবমুখরভাবে নির্বাচন করব বলে মাঠে নেমেছিলাম। কিন্তু আমি নির্বাচনের কোনো অনুভূতি পাচ্ছি না। সকালে ঘুম ভাঙার পর ট্রেনে আগুন দেয়ার ভিডিও দেখে আমি নিশ্বাস নিতে পারছিলাম না। এ দৃশ্য দেখার পরে আমার ভেতরটা ফেটে যাচ্ছে। একটা চাপা কষ্ট অনুভব করছি। আমার প্রশ্ন বিএনপি-জামায়াত এরা মানুষ পুড়িয়ে মেরে কেমন রাজনীতি করে? এরা কি মানুষ? এ বিষয়ে আমি আল্লাহর কাছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের বিচার চাই। জনগণের কাছে তাদের বিচার চাই।’

নারায়ণগঞ্জে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না কেন, এ প্রশ্ন তুলে সংসদ সদস্য
শামীম ওসমান বলেন, ‘বলা হয়েছিল, ১৮ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত অনুমতি ছাড়া কোনো রাজনৈতিক কর্মসূচি চলবে না। আমরা মেনে নিয়েছি। তাহলে রাস্তায় আগুন কেন? রাস্তায় আগুন দেয়া বন্ধ করার দায়িত্ব তো আমার না। সন্ত্রাসীদের ধরার দায়িত্ব তো আমার না। এরা ওয়ারেন্টের আসামি। আমারওতো প্রশ্ন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন?

নারায়ণগঞ্জে আগুন সন্ত্রাস কর্মকাণ্ডে জড়িত পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়ে সংসদ সদস্য বলেন, ‘নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হলে গোটা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রশ্নবিদ্ধ হবে। তাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন।’

প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি বলছি না উনারা চেষ্টা করছেন না। তবে আমি মনে করি এই চেষ্টা আরও সক্রিয় হতে হবে। তা না হলে প্রশাসনের ওপর থেকে মানুষ আস্থা হারাবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে দুর্বল ভাবার কারণ নাই। কারণ আওয়ামী লীগের পায়ের তলার মাটি অত্যন্ত শক্ত। আমরা ধৈর্য ধরেছি। আমাদের সঙ্গে জনগণ আছে। জনগণ যদি একবার ক্ষেপে যায় আর আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেয়, নারায়ণগঞ্জে পাঁচ মিনিটও টিকে থাকা সম্ভব না। আমি এই কাজটি করতে চাই না। এটা রিটার্নিং অফিসারের দায়িত্ব। প্রশাসনের দায়িত্ব। আমি মনে করি তারা তাদের দায়িত্ব পালন করবেন। আমরা কোনো অবস্থাতেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে দেব না।’

তিনি আরও বলেন, ‘আমরা চ্যালেঞ্জ করে বলছি, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি প্রশাসনের কোনো দরকার নাই আমাদের। আমরা নিজেরাই একশ’ তে একশ’ পার্সেন্ট ফ্রি ফেয়ার ইলেকশন করব। তারা যাকে ভোট দিতে চায় আমরা তাদের সেই সুযোগ করে দেব। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। সেটা আমাদের দিতে হবে, এমন কোনো কথা নাই। আমরা কারও কাছে ভোটও চাই নাই। আমরা শুধু ঘুমন্ত মানুষদের জাগাতে চাই। আপনার ভোট দেয়া দরকার। এটা আপনাদের দায়িত্ব। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *