‘‘জানু গ্রুপ" নামক কিশোর গ্যাং এর গ্রুপ লিডার সোহানসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেফতার

‘‘জানু গ্রুপ” নামক কিশোর গ্যাং এর গ্রুপ লিডার সোহানসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেফতার

রাজশাহী

মোঃ ইসরাফিল হোসেনঃ

‘‘জানু গ্রুপ” নামক কিশোর গ্যাং এর গ্রুপ লিডার সোহানসহ কিশোর গ্যাংয়ের ০৮ সদস্য কে জয়পুরহাটের জেলা স্টেডিয়াম এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল ২২ মার্চ ২০২৪ ইং তারিখ ১৩৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন জেলা স্টেডিয়াম এলাকা হতে জানু গ্রুপ নামক কিশোর গ্যাং লিডার ১। মোঃ তাজমির হোসেন সোহান (২৪), পিতা-মোঃ গোলাম মোস্তফা, সাং-হারাইল, কিশোর গ্যাং সদস্য ২। মোঃ সাকিব খান@রাতুল (২৩), পিতা-মোঃ নজরুল খান, সাং-তাতিপাড়া,

৩। মোঃ আবদুল্লাহ মুমিন (২৩), পিতা-মোঃ গোলাম মোস্তাফা, সাং-বুলুপাড়া স্টেডিয়াম রোড, ৪। শ্রী জয়ন্ত কুমার (২১), পিতা-শ্রী মহন কর্মকার, সাং-বনমালিপাড়া নিশির মোড়, ৫। মোঃ আব্দুল হাই কাফি তামিম (২৩), পিতা-মোঃ নুর মোহাম্মাদ, সাং-আদর্শপাড়া, ৬। পিযুষ কুমার মহন্ত আনন্দ (২৪), পিতা-প্রবীর চন্দ্র মহন্ত,সাং-তাঁতিপাড়া, ৭। জয় মহন্ত (২২), পিতা-লক্ষণ মহন্ত, সাং-তাঁতিপাড়া, ৮। পিপাস মোল্লা (২৩), পিতা-মোঃ মোস্তাফিজার রহমান টুলু, সাং-সাহেবপাড়া, সর্ব থানা ও জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, সমসাময়িক সময়ে জয়পুরহাট এ কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোন অপরাধ নেই যার সাথে এরা জড়িত হচ্ছে না।

এহেন পরিস্থিতির প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল জয়পুরহাট জেলার সদর থানাধীন জেলা স্টেডিয়াম এলাকা থেকে “জানু গ্রুপ” নামক কিশোর গ্যাং এর গ্রুপ লিডার সোহানসহ কিশোর গ্যাং সাকিব, মুমিন, জয়ন্ত, তামিম, মহন্ত, জয় ও পিয়াস কে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *