তানোরে ৬৫ টি পাত্রের মধ্যে ১৮০২ লিটার চোলাইমদসহ ২ মাদক কারবারী গ্রেফতার

তানোরে ৬৫ টি পাত্রের মধ্যে ১৮০২ লিটার চোলাইমদসহ ২ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী

মোঃ ইসরাফিল হোসেনঃ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ১৭ জানুয়ারী ২০২৪ তারিখ ১৭.৫০ ঘটিকায় ঘটনাস্থল রাজশাহী জেলার তানোর থানাধীন ২নং বাধার ইউপির ৭নং ওর্য়াডের অন্তর্গত বলাই টুডু (৫০), পিতা-মৃত মাঝি টুডু, সাং- ধামধুম (বাধাইড়), থানা-তানোর, জেলা-রাজশাহীর বসতবাড়ীর হইতে গ্রেফতারকৃত আসামী

১। জামিন হাসদার (৩৬), পিতা-কান্দন হাসদার ২। সাগর কিস্কু (৩৫), পিতা- বিষু কিস্কু, উভয় সাং-কালিকান্দর, থানা-তানোর, জেলা-রাজশাহী দ্বয়ের নিকট হইতে ০৫ লিটার বোতলে করে মোট ১০লিটার এবং পলাতক আসামী ৩। বলাই টুডু (৫০০), পিতা-মৃত মাঝি টুডু, সাং-ধামধুম, থানা-তানোর, জেলা-রাজশাহীর বসতবাড়ি হইতে ৬৩টি পাত্রে মোট-১৭৯২ লিটার চোলাইমদ সর্বমোট (১০+১৭৯২)=১৮০২ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করা হয়।

২। প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়কে অবৈধ চোলাইমদ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা জানায় যে, পলাতক আসামী বলাই টুডু (৫০), পিতা-মৃত মাঝি টুডু, সাং- ধামধুম (বাধাইড়), থানা-তানোর, জেলা-রাজশাহীর নিকট চোলাইমদ ক্রয় করেছিল এবং র‌্যাব সদস্যরা উপস্থিত সাক্ষীদের সম্মুখে পলাতক আসামী ৩। বলাই টুডু (৫০০), পিতা-মৃত মাঝি টুডু, সাং- ধামধুম, থানা-তানোর, জেলা-রাজশাহীর বসতবাড়ি হইতে ৬৩টি পাত্রে মোট- ১৭৯২ লিটার চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছিল। ৩। গ্রেফতারকৃত উক্ত আসামীদের এবং পলাতক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী জেলার তানোর থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *