তাহিরপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

জাতীয়

সুনামগঞ্জ থেকে,আমির হোসেন:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পানিতে ডুবে ফারিয়া আক্তার (১৪ মাস ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের জয় হোসেন ও চম্পা আক্তার’র প্রথম কন্যা সন্তান।

বৃহস্পতিবার (২২ জুন ) উপজেলার দুধের আউটা গ্রামের পশ্চিম হাটি দুপুর আড়াই টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, দুধের আউটা গ্রামের জয় হোসেন’র স্ত্রী শিশু ফারিয়া আক্তারকে ঘরের ভেতর রেখে সংসারের কাজকর্মে ব্যস্ত ছিলেন।

হঠাৎ শিশু ফারিয়াকে ঘরের ভিতর দেখতে না পেয়ে, বসতঘরের চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন।

খোঁজাখুঁজির একপর্যায়ে নিহত শিশুর স্বজনরা শিশুটিকে বাড়ির সামনে ঘাটে (পাটলাই ) নদীর পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়।

পরে নিহতের স্বজনরা প্রতিবেশীদের সহযোগিতায় পাঠলাই নদী থেকে মৃত অবস্থা শিশু ফারিয়া আক্তারকে উদ্ধার করা হয়। তাহিরপুর থানার অন্তর্ভুক্ত ট্যাকেরঘাট ফাঁড়ি থানার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এঘটনায় সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *