তাহেরপুরে প্রভাবশালীদের ছত্রছায়ায় জোর করে অবৈধ পুকুর খনন, নিরব প্রশাসন

তাহেরপুরে প্রভাবশালীদের ছত্রছায়ায় জোর করে অবৈধ পুকুর খনন, নিরব প্রশাসন

তাহেরপুর

নিজস্ব প্রতিবেদক, বাগমারা :

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে পুকুর খনন চলছে। বাংলাদেশ সরকারের আইন ভঙ্গকরে এসব পুকুর খনন করছে একটি চক্র। তবে অদৃশ্য কারনে নিরব রয়েছে প্রশাসন  নিরব বলে অভিযোগ এলাকাবাসীর।

জানা গেছে, তাহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বাছিয়া পাড়া, ৪ নং ওয়ার্ড হরিফলা ও ৫ নং ওয়ার্ড জামলই গ্রামের মাঝামাঝি যোগার বিলে প্রভাবশালী সার ব্যবসায়ী হাসেম ও তার ছেলে সোহরাব হোসেন সরদার, আইয়্যুব আলী সরদারসহ আরও অনেকেই প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে তিন ফসলি ধানি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন কাজ করছে।

জমির মালিকরা তাদের পুকুর খননের বিষয় প্রতিবেদককে জানান, রাতারাতি জোড় করে দখল করে পুকুর খনন করছে দুইটি ভেকু নামিয়ে। অবৈধ পুকুর খনন কারীর এক অংশীদার দম্ভ করে বলেন বাছিয়ার বাবু নামের এক প্রভাবশালী বিঘা প্রতি ১ লাখ টাকা চুক্তি দিয়েছি। কেউ পুকুর খনন ঠেকাতে পারবে না।

তিনি আরও বলেন, স্থানীয় ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং হলুদ কিছু সাংবাদিকদের ম্যানেজ করার দায়িত্ব ঐ। এ কারনে কেউ কিছু বলছে না, পুকুর খননও বন্ধ হচ্ছে না।

এ বিষয় বাগমারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে বাগমারা উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এবং এসিল্যান্ড সিটি কর্পোরেশনের ভোটের কারনে রাজশাহীতে আছি। এর পরও অবৈধ পুকুর খনন বন্ধের ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *