দেশজুড়ে শেখ হাসিনা’র উন্নয়ন দৃশ্যমান : হোসনেয়ারা বেগম

রাজশাহী

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আজ বিশ্বের বিষ্ময়। ২০০৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গঠনের পরে দেশের সকল খাতে ব্যাপক উন্নতি হয়েছে। দেশের অধিক মেগা প্রকল্প আজ বাস্তবায়ন হয়েছে। এখন স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মানের।

তাছাড়া ডেলটা প্ল্যানের সুদৃঢ় পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছে বাংলাদেশ।

আগামী দ্বাদশ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উচ্ছাসিত। সেই সাথে আওয়ামী লীগের বিজয়ের লক্ষ্যে সরকারের উন্নয়ন গুলো জনগণের সামনে তুলে ধরা নৈতিক দায়িত্ব বলে মনে করছেন অনেকেই।

শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ও গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান হোসনেয়ারা বেগম সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বলেন- গণতন্ত্র উন্নয়নে ও শান্তির জন্য দরকার শেখ হাসিনার সরকার। ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান। এখন আমাদের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মান।

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নৌকায় ভোট চেয়ে তিনি সরকারের উন্নয়ন তুলে ধরেন। পদ্মা সেতু নির্মাণ,সারাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন
,মেট্রোরেল নির্মাণ, প্রাথমিক স্তরে শতভাগ উপবৃত্তি প্রদান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান, বঙ্গবন্ধু টানেল নির্মাণ , মৎস রপ্তানিতে ২য় স্থান অর্জন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন, মাথাপিছু আয় বৃদ্ধি, সমুদ্র সীমানা বিজয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ানো, পায়রা গভীর সমুদ্রবন্দর, রপ্তানী আয় বৃদ্ধি

, ফ্লাইওভার নির্মাণ, নারীর ক্ষমতায়ন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মান, কর্মসংস্থান সৃষ্টি ও বিভিন্ন প্রশিক্ষণ প্রদান, ঢাকা-ভাঙা রেললাইন, যুদ্ধাপরাধিদের বিচার, ঢাকা-কক্সবাজার রেললাইন, ইতিহাসের বৃহৎ বাজেট ঘোষণা, ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ৮ লেন প্রকল্প, নতুন বিশ্ববিদ্যালয় নির্মাণ, ঢাকা-সিলেট মহাসড়ক ৪ লেন প্রকল্প ,

বেসরকারি খাতে উন্নয়ণ, ঢাকা-টাংগাইল মহাসড়ক ৪ লেন প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্প, এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প , সকল ক্ষেত্রে অনলাইন সুবিধা প্রদান, বিভিন্ন স্খানে বিনোদন ও শিশু পার্ক স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,

প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র স্থাপন , ছিট মহল সমস্যা সমাধান, দেশের বিভিন্ন স্থানে ইকোনমি জোন নির্মাণ , সারাদেশে বিদ্যুতায়ণ, বিনামূল্যে প্রতি বছর এক কোটি বই বিতরণ , জঙ্গি ও সন্ত্রাস দমন, উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন নির্মাণ, শিশু মৃত্যুর হার কমানো, সারাদেশে ৫৬৪ মডেল মসজিদ নির্মান প্রকল্প,

বৈদেশিক সুসম্পর্ক স্থাপন, কৃষি খাতে ব্যাপক উন্নয়ন, চিকিৎসা ও সামরিক খাতে উন্নয়ন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা প্রদান, ভূমি ও গৃহহীনদের ৮,৮৫,৬২২ ঘর প্রদান , মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, মাতৃকালীন ও বিধবা ভাতা প্রদান৷ যমুনা রেল সেতু নির্মাণসহ সারাদেশে জনসাধারণের জীবন-মান উন্নয়নে কাজ করছে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *