বাগমারায় পানিতে ডুবে পৃথক স্থানে ২ শিশুর মৃত্যু

বাগমারায় পানিতে ডুবে পৃথক স্থানে ২ শিশুর মৃত্যু

রাজশাহী

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় পুকুরের পানিতে ডুবে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম সামিউল ইসলাম। শনিবার সকাল ১০ টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে খেলতে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির কোন খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ওই পুকুরে খোঁজাখুঁজি শুরু করে শিশুদের পরিবারের লোকজন।

সে সময় ওই পুকুর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত শিশু উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের ধামিন কামনগর গ্রামের কৃষক মোস্তাফিজুর রহমান এর ছেলে। স্থানীয়রা জানান শিশুটি খেলতে খেলতে পানিতে পড়ে যায়। আশপাশে কেউ না থাকায় পানিতে ডুবে শিশুটি মারা যায়।

শিশু সামিউল ইসলামকে পানি থেকে উদ্ধার দ্রুত বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শিশুর সামিউল ইসলামের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে শিশু সামিউল ইসলামের মা শাপলা বেগম জানান, সকালে তার সাথে পুকুর পাড়ে যায় হাস ধরার উদ্দেশ্যে। শাপলা হাঁস নিয়ে আসলেও শিশুটি পুকুরপাড়ে থেকে যায়। পরে শিশুটির খোঁজ করা হলে তাকে পাওয়া যায়নি। অবশেষে পুকুরের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

অপরদিকে একই ইউনিয়নের বাড়ি গ্রাম এলাকায় পুকুরের পানিতে পড়ে ৩ বছরের আরেক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে ওই শিশুটির নাম শাকিব। তার পিতার নাম জাহিদুল ইসলাম। পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাটগাঙ্গোপাড়া স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আফজাল হোসেন বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলের যাচ্ছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *