বাগমারা উপজেলায় এমপি এনামুলসহ ১৭ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত

বাগমারা উপজেলায় এমপি এনামুলসহ ১৭ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত

রাজশাহী

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি এনামুল হকসহ ১৭ জনকে দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। সোমবার উপজেলা আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি জাহাঙ্গীর আলম হেলালের সভাপতিত্বে কার্যকরি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, সহসভাপতি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার আবুল, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনছুর ও শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধাসহ কার্যকরি কমিটির সদস্যরা।

নৌকার বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থীর পড়েক্ষ কাজ করায় অন্য যাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে তারা হলেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির অন্যতম সদস্য অনিল কুমার সরকার (তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মণ্ডল, সিনিয়র সহসভাপতি মতিউর রহমান টুকু, সহসভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন আবুল, যুগ্ম সম্পাদক আল মামুন প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মুকবুল হোসেন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান সজল, সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মাস্টার লুৎফর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক জাহানারা বেগম, ভবানীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সংরক্ষিত ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারিক, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক প্রামানিক ও দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুস সাত্তার।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এমপি এনামুল হক বলেন, আমি এখনও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। কাজেই আমাকে বা অন্য কাউকে বহিষ্কারের এখতিয়ার তাদের নেই। এটা তারা করতে পারেন না। মূলত এটা একটা হাস্যকর বিষয়। বিষয়টি আমি কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *