মৃতের পাশে বসে কোরআন তেলাওয়াত করা কি জায়েজ?

মৃতের পাশে বসে কোরআন তেলাওয়াত করা কি জায়েজ?

ইসলাম

ইসলামীক ডেক্সঃ

হাদিসে মুমূর্ষু ব্যক্তির পাশে বসে সুরা ইয়াসিন পড়তে বলা হয়েছে। রাসুল (সা.) বলেছেন, اقْرَءُوا يس عَلَى مَوْتَاكُمْ

তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের কাছে ’সুরা ইয়াসিন’ পাঠ করো। (সুনানে আবু দাউদ)

হাদিসটি দুর্বল। তবে সাহাবিদের মধ্যে এ রকম আমলের প্রচলন ছিলো বলে প্রমাণ পাওয়া যায়। সাফওয়ান থেকে বর্ণিত রয়েছে সাহাবি গুদাইফ ইবনে হারেস আস-সুমালীর (রা.) মৃত্যুযন্ত্রণা শুরু হলে তিনি বলেছিলেন, তোমাদের মধ্যে কেউ কি সুরা ইয়াসিন পাঠ করতে পারো? তখন সালেহ ইবনে শুরাইহ সুরা ইয়াসিন পাঠ করা শুরু করেন। তিনি যখন চল্লিশ আয়াতে পৌঁছেন, তখন গুদাইফের (রা.) মৃত্যু হয়। (মুসনাদে আহমদ)

মুমুর্ষু ব্যক্তির পাশে বসে সুরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা লাঘব হয় মর্মে সাহাবিদের বক্তব্য পাওয়া যায়।

মৃত্যু হয়ে যাওয়ার পর মৃতের পাশে বসে কোরআন পাঠ করার কোনো বিশেষ ফজিলত জানা যায় না। নবিজির (সা.) যুগে বা সাহাবিদের মধ্যে মৃতের পাশে বসে কোরআন বা বিশেষ কোনো সুরা পাঠ করার প্রচলন ছিল -এমন কোনো বর্ণনা নেই। যদিও এটাকে অবৈধ বলার মতো কোনো দলিলও নেই।

ওলামায়ে কেরাম বলেন, কারো মৃত্যুর পর তাকে গোসল দেওয়ার আগে লাশ না ঢেকে তার পাশে বসে সশব্দে কোরআন তিলাওয়াত করা মাকরুহ, নিঃশব্দে তিলাওয়াত করলে সমস্যা নেই। আর লাশ আপাদমস্তক ঢেকে দিলে গোসল দেওয়ার আগেও তার পাশে বসে সশব্দে কোরআন তিলাওয়াত করা জায়েজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *