যত ক্ষমতাধরই হোক রাজশাহীতে দুর্নীতিবাজকে প্রতিরোধ করা হবে

রাজশাহী

স্টাফ রিপোর্টার:

রাজশাহীতে দুর্নীতি বিরোধী পথসভা ও মঞ্চের আত্মপ্রকাশ হয়েছে। আজ ৮ জুলাই, সোমবার বিকাল ৫ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই পথসভা ও মঞ্চের আত্মপ্রকাশ হয়।

সভায় বক্তারা রাজশাহীর পরিবেশ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও অপরিকল্পিত উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আজ থেকে রাজশাহীতে কোনোরকম দুর্নীতি হতে দেয়া হবে না। দুর্নীতিবাজ যত ক্ষমতাবানই হোক, তাকে প্রতিহত করা হবে।

এর পাশাপাশি সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান সকল প্রকার দুর্নীতি প্রতিহত করতে রাজশাহীর সর্বস্তরের জনসাধারণের কাছে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় মঞ্চের যুগ্ম-আহবায়ক নাদিম সিনার সঞ্চালনায় ও আহবায়ক রাকিন আবসার অর্নবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার আহবায়ক এ্যাডডোকেট মুরাদ মোর্শেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ খান, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসলাম উদ দৌলা, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের সমন্বয়ক নাজমুল হোসেন রাজু, আদিবাসী যুব পরিষদের সভাপতি উপেন রবি দাশ, ছাত্রনেতা সোহেল রানা, ইয়ুথ এ্যাকশন ফর সোশিয়াল চেঞ্জ- ইয়্যাস’র সভাপতি সামিউল আলিম শাওন সহ আরও অনেকে।

এছাড়াও সভায় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, ইয়ুথ এ্যাকশন ফর সোশিয়াল চেঞ্জের সাধারণ সম্পাদক, মোহাম্মদ আতিক, সূর্যকিরন সমাজ কল্যাণ সংস্থার সংগঠক মাহমুদুল হাসান প্রামাণিক, কমিউনিটি ডেভলপমেন্ট ফর আরবান পিপলস সভাপতি জুলফিকার আলি হায়দার প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *