শিশু অধিকার বিষয়ক ইউপিআর প্রতিবেদন নিয়ে বিভাগীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

শিশু অধিকার বিষয়ক ইউপিআর প্রতিবেদন নিয়ে বিভাগীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

জাতীয়

শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার:

রংপুরে শিশু বিষয়ক খসড়া ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ (ইউপিআর) প্রতিবেদন নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) চাইল্ড রাইটস এ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ এবং জয়েনিং ফোর্সেস বাংলাদেশের পক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় স্থানীয় সংস্থা ইউএসএস ইউপিআর প্রতিবেদন নিয়ে অনুষ্ঠিত পরামর্শ সভায় শিশু অধিকার নিশ্চিতে অঙ্গীকারসমূহের সফল বাস্তবায়নে সরকার, সাংবাদিক, বেসরকারি সংস্থাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে অভিমত ব্যক্ত করেন বক্তারা।

সভার মূল উদ্দেশ্য ছিল শিশু অধিকার বিষয়ক ইউপিআর খসড়া প্রতিবেদনের বিষয়ে বিভাগীয় পর্যায়ে সরকারের প্রতিনিধি, বিশেষজ্ঞ, শিক্ষার্থী, শিশু, সমাজের নানা শ্রেণরি মানুষের সাথে মতবিনিময় এবং তাদের মূল্যবান বক্তব্য প্রতিবেদনে সন্নিবেশিত করা। সর্বোপরি ইউপিআর প্রক্রিয়া সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি করা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ ফজলুল কবীর। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর হেড অব সেন্ট্রাল এ্যান্ড নর্দান রিজিয়ন আশিক বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক সৌমেন বড়ুয়া, বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক অনীল চন্দ্র বর্মন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভীন, জলঢাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক।

প্রধান অতিথি বলেন, “ শিশু অধিকার বাস্তবায়নে সরকারের অনেক অগ্রগতি রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে যারা বিভিন্ন অধিকার বিষয়ে কাজ করছে। আমাদের উদ্দেশ্য শিশু শ্রমকে বন্ধ করা। সকল শিশু বিদ্যালয়ে যাবে এবং শিক্ষা লাভের অধিকার উপভোগ করবে। সর্বপরি, স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখবে”।

সভায় খসড়া প্রতিবেদনটির মুল বিষয়বস্তুর উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর চাইল্ড প্রোটেকশন এবং জেন্ডার জাস্টিজ এডভাইজার রাশেদা আক্তার। তিনি শিশু অধিকার বাস্তবায়নে অগ্রগতি, প্রতিবন্ধকতা এবং সুপারিশসমূহ উপস্থাপন করেন। পরামর্শ সভার উদ্দেশ্য বর্ণনা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এডুকেশন স্পেশালিস্ট মন্জুর আল খালেদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশু, কিশোর-কিশোরী, যুব, নারী-পুুরুষ, সাংবাদিক, সরকারের বিভিন্ন বিভাগে কর্মকর্তাগণ এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *