সম্প্রদায়ের সমস্যা চিহ্নিতকরণের উপর কর্মশালা অনুষ্ঠিত

জাতীয়

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার:

সম্প্রদায়ের সমস্যা চিহ্নিতকরণের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩/০৫/২৩ই; দুপুর ৩টায় রংপুর সম্প্রদায়ের সমস্যা চিহ্নিতকরণের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো (ব্যাচ-২২) এর আয়োজনে মঙ্গলবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় সম্প্রদায়ের সমস্যা চিহ্নিতকরণের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় রাজনৈতিক ফেলো জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার আহবায়ক আরিফুল ইসলাম, মশক নিধণ, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলার সদস্য জিন্নাত হোসেন লাভলু নগরীর ডাষ্টবিন ও জাতীয়তাবাদী ছাত্র দল পীরগঞ্জ উপজেলার সিনিয়র যূগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, বাল্য বিবাহ বিষয় উপস্থাপন করেন।

উপস্থাপিত বিষয়ের উপর আলোচনা করেন বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলার যুগ্ম আহবায়ক মোঃ মাজেদ আলী বাবুল, জেলা বিএনপির যূগ্ম আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা ও জেলা যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজামান নাজিম।

এ সময় আলোচকবৃন্দ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে সকল দলের নেতৃবৃন্দের একত্রে করে স্থানীয় নানাবিদ সমস্যাসহ জাতীয় বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার আহবান জানান।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রংপুর রিজিওনাল ম্যানেজার মোঃ আলী ইজাদ ও প্রোগ্রাম অফিসার মর্তুজা আক্তার জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় রংপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংবাদ কর্মী মোস্তাফিজুর রহমান মোস্তফা অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *