সুনামগঞ্জে নদনদীর পানি বিপদসীমার ১১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত

জাতীয়

সুনামগঞ্জ প্রতিনিধি:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়ায় সুনামগঞ্জে আতংক আর উৎকণ্ঠা নিয়ে সময় পার করছেন ভাটি অঞ্চলের মানুষরা। শনিবার (১৭ জুন) দুপুর পর্যন্ত সুনামগঞ্জের ষোলঘরস্থ সুরমা নদীর পানি বিপদ সীমার ১১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত ২৪ ঘন্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ।

ভারতের চেরাপুজ্ঞিতে ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়। এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, গতকালের চেয়ে আজকে নদীর পানি কিছুটা কম! তবে যেভাবে বৃষ্টিপাত অব্যাহত আছে এতে সুনামগঞ্জের সীমান্ত এলাকার নিম্নাঅঞ্চল প্লাবিত হতে পারে।

এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানিয়েছেন,বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশংঙ্কা দেখা দিলে সরকারের তরফ থেকে পর্যাপ্ত খাদ্যসহায়তা মজুদ রয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *