সুনামগঞ্জ ধর্মপাশায় শেখ রাসেল প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে ৫০ হাজার টাকা অনুদান দিলেন সেলিম

জাতীয়

সুনামগঞ্জ থেকে,আমির হোসেন:

ধর্মপাশায় শেখ রাসেল প্রীতি ফুটবল ম্যাচ ২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ৫০ হাজার টাকা অনুদান দিলেন সেলিম আহমদ। সুনামগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম আহমদ বলেছেন, খেলাধুলা হচ্ছে শারিরীক ব্যায়ামের মাঝে অন্যতম। এবং খেলাধুলাই পারে যুব সমাজকে মাদকে কাল থাবা থেকে রক্ষা করতে।

খেলাধুলা তরুন সমাজকে মাদক থেকে দূরে রাখে, খেলায় তরুন সমাজকে উৎসাহিত করা উচিত। রবিবার বিকেলে ধর্মপাশায় উপজেলার জনতা স্কুল মাঠে ধর্মপাশা ও বারহাট্রা উপজেলা অনুর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ান দলের মাঝে শেখ রাসেল প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরনসহ খেলায় ৫০ হাজার টাকার অনুদান প্রদান করেন।

এসময় তার সঙ্গে খেলায় উপস্থিত ছিলেন সদর উপজেলা শ্রমিকলীগ ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি সুমন বখত, স্বেচ্ছাসেবক লীগনেতা সুসেন বর্মন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য জুসেফ আখঞ্জি, ছাত্রলীগনেতা এ জে এড ইমন, সাধারন সম্পাদক সাইদুর রহমান,

পৌর যুবলীগনেতা সালেক আহমদ, সুনামগঞ্জ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর শাহ জুনায়েদ আহমদ, পৌর শ্রমিক লীগের সদস্য সচিব আলী হোসেন, ধর্মপাশা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুকনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *