জাল সনদে চাকরি ৪১ মাদরাসা শিক্ষকের এমপিও বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

শিক্ষা

রাজশাহী টাইমস ডেক্সঃ

জাল সনদে চাকরি বাগিয়ে নেওয়া দেশের বিভিন্ন মাদরাসার ৪১ শিক্ষকের এমপিও বাতিল করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে এ পর্যন্ত তাদের তোলা বেতন-ভাতাসহ সব টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে প্রমাণসহ অধিদপ্তরে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৭ নভেম্বর মাদরসা শিক্ষা অধিদপ্তর জাল শিক্ষকদের তালিকা প্রকাশ করে তাদের এমপিও বাতিলের আদেশ জারি করে। একই দিনে নির্দেশনার চিঠি মাদরাসাগুলোর প্রধানকে পাঠানো হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিবেদন অনুযায়ী ৪১ শিক্ষকের সনদ ও সুপারিশপত্র জাল ও ভুয়া বলে প্রমাণিত হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এর ১৮-এর ১ (গ) এবং (ঙ) অনুযায়ী এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে এসব শিক্ষকদের এমপিওশিট থেকে ইনডেক্স কর্তন করা হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের ভুয়া সনদধারী আবেদন পাঠানো মাদরাসার প্রাধানকে সতর্ক করা হলো। অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমপিও বাতিল হওয়া ৪১ জন

গাজীপুরের কাপাসিয়ার দিঘাব আমান উল্লাহ বালিকা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাহাবুব আলম, বেলাশী মদিনাতুল উলুম বালিকা আলিম মাদরাসার সহকারী মৌলভী রুকুনুজ্জামান, সহকারী শিক্ষক মোছাম্মদ আকলিমা খাতুন ও সহকারী মৌলভী রফিকুল ইসলাম, কড়িহাতা ইউনিয়ন আলিম মাদরাসার সহকারী মৌলভী আল আমিন।

ছেলাদিয়া আ. মান্নান ভূঁইয়া বালিকা দাখিল মাদরাসার সহকারী মৌলভী শাহাদৎ হোসাইন, সহকারী মৌলভী আতিকুল ইসলাম ও সহকারী শিক্ষক রমিহা খাতুন, দক্ষিণগাঁও বালিকা দাখিল মাদরাসা এবতেদায়ি ক্বারী মো. মোখলেছুর রহমান, সহকারী শিক্ষক নাসিমা আক্তার ও সহকারী শিক্ষক সানজিদা পারভিন।

ইকুরিয়া সিরাজিয়া বালিকা দাখিল মাদরাসার জুনিয়র মৌলভী নিলুফা, জুনিয়র শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন ও সহকারী মৌলভী সাদিয়া সুলতানা এবং নরসিংদীর মনোহরদীর বীরগাঁও ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক সৌরভ হোসাইন।

গাজীপুরের কাপাসিয়ার দিঘাব আমজাদিয়া ফাযিল মাদরাসা প্রভাষক আরাফাত হোসাইন, উজলী দিঘীরপাড় জেইউ আলিম মাদরাসার সহকারী মৌলভী জহিরুল ইসলাম, জুনিয়র মৌলভী শরিফুল ইসলাম, প্রভাষক মো. আব্দুল্লাহ, সহকারী মৌলভী মো. দেলোয়ার হোসেন, সহকারী মৌলভী নাছিমা খাতুন, প্রভাষক মুনমুন আক্তার রূপা।

বড়চালা আমির উদ্দিন দাখিল মাদরাসার জুনিয়র মৌলভী রহিমা খাতুন, আড়ালিয়া বালিকা দাখিল মাদরাসার সহকারী মৌলভী আশরাফ উদ্দিন, বিবাদিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. বাহাদুর শাহ, সহকারী মৌলভী ইমাম হোসেন ও সহকারী মৌলভী তোফাজ্জল হোসেন, করিয়াদী কেরামতালী ইসলামিয়া বালিকা মাদরাসার সহকারী শিক্ষক আশরাফুল, দিঘাব আমান উল্লাহ বালিকা মাদরাসার সহকারী শিক্ষক মো. ইব্রাহিম।

ময়মনসিংহের গফরগাঁওয়ের দক্ষিণ টাংগাব বালিকা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আইরিন সুলতানা, সহকারী মৌলভী মো. রুহুল আমীন, সহকারী শিক্ষক কোহিনুর আক্তার, সহকারী শিক্ষক আযাহারুল আলম, সহকারী শিক্ষক মো. পারভেজ আলী, জুনিয়র মৌলভী তাছলিমা খাতুন ও জুনিয়র শিক্ষক মো. বাদল।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এম ইউ আলিম মাদরাসার কর্মচারী স্বর্ণা আক্তার, কুড়িগ্রাম সদরের পাঁচগাছী দাখিল মাদরাসার ল্যাব সহকারী মো. এনচানুর রহমান, গাজীপুরের কাপাসিয়া উপজেলার গিলাশ্বর বালিকা দাখিল মাদরাসার সরকারী মৌলভী আয়সা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *