রাজশাহী টাইমস ডেক্সঃ
নতুন কারিকুলাম পরিবর্তন করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। ছাত্র-জনতার সম্মতিক্রমে এ দাবি জানিয়েছেন তারা।
এ ছাড়াও কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী শিক্ষার্থীসহ সাধারণ জনগণের ওপরে চালানো গণহত্যায় অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবিতে র্যালি ও প্রতিবাদ করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশ বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার বলেন, আজকে আমাদের দাবি গণহত্যার পিছনে যাদের হাত ছিলো নিরপেক্ষ তদন্ত করে তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করা।
তিনি বলেন, তারা দেশ বা দেশের বাহিরে যেখানেই থাকুক না কেনো সেখান থেকে ধরে এনে গণহত্যার দায়ে তাদের বিচার করতে হবে। আজকের বিচার কোনো খুনির কাছে চাইতে হবে না। নতুন কোনো প্রশাসন তৈরি হবে তারা এর সুষ্ঠু বিচার করবে।
এই শিক্ষক আরো বলেন, আমি নব্বইয়ের গণআন্দোলন করেছি। ৯০-এর গণআন্দোলন শিক্ষার্থীদের এ গণঅভ্যুত্থানের কাছে ম্লান হয়ে গেছে। এমন হত্যাযজ্ঞ ঘটেছে একজন ব্যক্তি ও তার আশেপাশের লোকদের একঘেয়েমির কারণে।