নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ পাবেন সাড়ে ২৫ হাজার প্রতিষ্ঠান প্রধান

নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ পাবেন সাড়ে ২৫ হাজার প্রতিষ্ঠান প্রধান

শিক্ষা

রাজশাহী টাইমস ডেক্সঃ

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সারাদেশের ২৫ হাজার ৫৬৪ জন প্রতিষ্ঠান প্রধান যাদের এ প্রশিক্ষণ হবে, তাদের সবাই এ শিক্ষাক্রম সুষ্ঠু ও যথাযথভাবে বাস্তবায়নে আপনাদের দায়িত্ব আন্তরিকতা ও সততার সঙ্গে পালন করবেন। আমি বিশ্বাস করি আপনারা আমাদের প্রত্যাশাকে অতিক্রম করে যাবেন। আমরা এ শিক্ষাক্রমকে সফলভাবে বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ্।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, ইউনিসেফের চিফ অব এডুকেশন দীপা শংকর। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল।

অনুষ্ঠানে দেশের ৬৪টি জেলা থেকে প্রশিক্ষণরত প্রধান শিক্ষকরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। 

জানা গেছে, জেলায় জেলায় তিন ধাপে প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত প্রথাম ধাপ, ৩ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় ধাপ ও ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *