হিজবুল্লাহর হামলায় ডেপুটি কমান্ডারসহ ইসরায়েলি ২৪ সেনা হতাহত

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেক্সঃ

দক্ষিণ লেবাননে অভিযান পরিচালনা করছে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে দুই পক্ষের মধ্যে প্রায়ই সরাসরি গোলাগুলি হচ্ছে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুুদ্ধে বৃহস্পতিবার রাতে অন্তত পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলি নিহত সেনারা হলেন মেজর (অব.) ড্যান মাওরি (৪৩) ক্যাপ্টেন, অ্যালন সাফ্রাই (২৮), ওয়ারেন্ট অফিসার (অব.) ওমরি লোটান (৪৭), ওয়ারেন্ট অফিসার (অব.) গাই ইদান (৫১), মাস্টার সার্জেন্ট টম সেগাল (২৮)।

তারা সবাই অষ্টম আর্মার্ড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের সঙ্গে কাজ করেছিলেন, যার মধ্যে মাওরি ছিলেন ডেপুটি কমান্ডার।

আইডিএফের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের একটি ভবনে লজিস্টিকস গ্রহণ করছিল ইসরায়েলি সেনারা। এ সময় হিজবুল্লাহ সেখানে হামলা করে।

বলা হয়েছে, ভবনের পাশে দাঁড়িয়ে সেনারা সরঞ্জামগ্রহণ করছিল। সেখানেই বেশ কিছু রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ।

আহত ১৯ সেনার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলেও উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *