পাকিস্তানে ভারি বর্ষণে ঘরবাড়ি ধস, ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক

নিজেস্ব প্রতিবেদকঃ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারি বর্ষণে বাড়িঘর ধসে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক ট্রান্সমিশন টাওয়ার ভেঙে আরও ১৪৫ জন আহত হয়েছেন।

শনিবার (১০ জুন) দেশটির খাইবারপাখতুন প্রদেশের বান্নু, লাক্কি মারওয়াত ও কারাক জেলায় এ ঘটনা ঘটে।

সিনিয়র রেসকিউ অফিসার খাতির আহমেদের বরাত দিয়ে আল জাজিরা এ খবর দিয়েছে।

খাতির আহমেদ বলেন, উদ্ধারকর্মীরা আহতদের চিকিৎসা দিচ্ছেন।

তিনি বলেন, এর আগে গত মাসে পাকিস্তানে গিলগিট-বালতিস্তানের আস্তোর জেলায় হঠাৎ তুষারধসের ঘটনায় নারী ও শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছিলো আরও ২৬ জন।

শনিবারের দুর্যোগে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এছাড়া তিনি কর্তৃপক্ষকে দ্রুত গতিতে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আরব সাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মোকাবেলার জন্যও কর্মকর্তাদের জরুরি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, ঘণ্টায় ১৫০ কিলোমিটার (ঘণ্টায় ৯৩ মাইল) বেগে বাতাসের গতিতে প্রবল ঘূর্ণিঝড়টি দেশের দক্ষিণ দিকে ধেয়ে আসছে।

গতবছর প্রবল বৃষ্টিতে পাকিস্তানে সৃষ্ট বন্যায় ৬৪৭ জন শিশুসহ ১ হাজার ৭৩৯ জন মারা যান। এটি ছিল পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর বন্যা। এতে প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *